জীবন কী তা বুঝতে হলে বিছানায় তড়পাতে থাকা ক্যান্সার রোগীটাকে জিজ্ঞেস
করুন। জিজ্ঞেস করুন কিডনি ফেইলিওর হয়ে জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে থাকা
মানুষটাকে।যে জিনিসটা আমাদের আল্লাহর স্মরণ থেকে দূরে
রাখে,ভুলিয়ে রাখে জীবনের প্রকৃত উদ্দেশ্য তা হলো আমাদের সামর্থ্য। সামর্থ্য হতে পারে আর্থিক,সামাজিক কিংবা শারীরিক।
যে রাজাটা পৃথিবীর ইতিহাসে সবচাইতে অহংকারী,সবচাইতে শক্তিশালী;সে রাজার নাম ফেরাউন। সামর্থ্য ফুরিয়ে এলে সেই ফেরাউনকে পর্যন্ত দেখা যায় আল্লাহর সাহায্য কামনার বৃথা চেষ্টা করতে।
মানুষ মানুক আর না মানুক প্রত্যেকটা মানুষই আল্লাহর দাস। পার্থক্য কেবল এতটুকুই কেউ এই দাসত্ব সময় থাকতে মেনে নেয়,আর কেউ কেউ নাফরমানি করে চলে আজীবন। সে কখনো ভাবতে পারে না তার শরীরের এ শক্তি ফুরিয়ে এলে তার কী উপায় হবে? কী হবে যদি হঠাৎ কোন রোগ বা দুর্ঘটনায় সে আপতিত হয়? সে ভাবতে পারে না যা কিছু নিয়ে সে অহংকার করে,যা কিছুর মোহে সে ভুলে থাকে এসবের প্রকৃত মালিককে,তার রব কে;সেসবের কোন কিছুই যেদিন তাকে সাহায্য করতে পারবে না কী হবে সেদিন তার।
“......এবং সেদিন জাহান্নামকে আনা হবে,সেদিন মানুষ স্মরণ করবে,কিন্তু এই স্মরণ তার কী কাজে আসবে? সে বলবে: হায় এ জীবনের জন্য যদি আমি আগে থেকেই কিছু প্রেরণ করতাম”।(সুরা ফাজর: ২৩-২৪)
রাখে,ভুলিয়ে রাখে জীবনের প্রকৃত উদ্দেশ্য তা হলো আমাদের সামর্থ্য। সামর্থ্য হতে পারে আর্থিক,সামাজিক কিংবা শারীরিক।
যে রাজাটা পৃথিবীর ইতিহাসে সবচাইতে অহংকারী,সবচাইতে শক্তিশালী;সে রাজার নাম ফেরাউন। সামর্থ্য ফুরিয়ে এলে সেই ফেরাউনকে পর্যন্ত দেখা যায় আল্লাহর সাহায্য কামনার বৃথা চেষ্টা করতে।
মানুষ মানুক আর না মানুক প্রত্যেকটা মানুষই আল্লাহর দাস। পার্থক্য কেবল এতটুকুই কেউ এই দাসত্ব সময় থাকতে মেনে নেয়,আর কেউ কেউ নাফরমানি করে চলে আজীবন। সে কখনো ভাবতে পারে না তার শরীরের এ শক্তি ফুরিয়ে এলে তার কী উপায় হবে? কী হবে যদি হঠাৎ কোন রোগ বা দুর্ঘটনায় সে আপতিত হয়? সে ভাবতে পারে না যা কিছু নিয়ে সে অহংকার করে,যা কিছুর মোহে সে ভুলে থাকে এসবের প্রকৃত মালিককে,তার রব কে;সেসবের কোন কিছুই যেদিন তাকে সাহায্য করতে পারবে না কী হবে সেদিন তার।
“......এবং সেদিন জাহান্নামকে আনা হবে,সেদিন মানুষ স্মরণ করবে,কিন্তু এই স্মরণ তার কী কাজে আসবে? সে বলবে: হায় এ জীবনের জন্য যদি আমি আগে থেকেই কিছু প্রেরণ করতাম”।(সুরা ফাজর: ২৩-২৪)
Comments
Post a Comment