ইসলামে নারীর অধিকার ও মযার্দা


আলহামদুলিল্লাহ!
 ইসলাম নারীর সবোর্চ্চ অধিকার এবং মযার্দা নিশ্চিত করেছে। আজকে পাশ্চাত্য বিশ্ব যখন প্রাচীন অন্ধকার যুগের মতো নরীকে ভোগ্য বস্তুতে পরিণত করেছে, কথিত নারী স্বাধীনতার নামে নারীদের যৌন দাসীতে পরিণত করেছে,ঠিক তার বিপরীতে ইসলাম নারীকে দিয়েছে সবো্চ্চ সম্মান।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা: নারীদের সম্পকে বলেছেন,

"মায়ের পায়ের নিকটে সন্তানের বেহেশত"(নাসায়ী/হাদীস নং:৩১০৮)

"কোন মুসলিম পুরুষ যেন কোন মুসলিম নারীর প্রতি হিংসা বিদ্বেষ ও শত্রুতা পোষণ না করে। কেননা তার কোন একটি দিক খারাপ লাগলেও অন্য একটি দিক তার পছন্দ হবে"(সহীহ মুসলিম/হাদীস নং:২৬৭২)

"তোমরা আমার কাছ থেকে মেয়েদের সাথে সদ্ব্যবহার করার শিক্ষা গ্রহণ কর" (সহীহ বুখারী/হাদীস নং:৩০৮৪)

"সমগ্র পৃথিবীটাই সম্পদ। আর পৃথিবীর সবোর্ত্তম সম্পদ হল সৎকর্ম পরায়ণ স্ত্রী"
(সহীহ মসলিম /হাদীস নং:২৬৬৮)

"জন্মদাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি,আর জন্মদাতার অসন্তুষ্টি তে আল্লাহর অসন্তুষ্টি "(তিরমিযী/হাদীস নং:১৯০৫)

"জৈনিক ব্যাক্তি রাসূল (সা:) কে প্রশ্ন করলেন: মানুষের মধ্যে সদ্ব্যবহার করার পাওয়ার সর্বাপেক্ষা যোগ্য কে?
তিনি বললেন: তোমার মা, 
এরপর তোমার মা,
এরপর তোমার মা,
এরপর তোমার পিতা" (সহীহ বুখারী/হাদীস নং:৫৫৩৩)

বিদায় হজ্জের ভাষণে রাসূল সা: নারীদের ব্যাপারে মানব জাতিকে সতর্ক করে দিয়ে বলেন, "হে মানুষ ! আমি তোমাদের কে নারীদের ব্যাপারে সাবধান করে দিচ্ছি, তোমরা  তাদের প্রতি নিযার্তন করো না। তাদের প্রতি তোমাদেন যেমন অধিকার রয়েছে,তেমনি তোমাদের প্রতি তাদেরও অধিকার রয়েছে"
অতএব ইসলাম নারীদেরকে সম্মান করতে শিখেয়েছে,ভালবাসতে শিখিয়েছে,শিখিয়েছে শ্রদ্ধ্য করতে। সুতরাং একমাত্র ইসলামই পারে আধুনিক সমাজ ব্যাবস্থা গঠন করতে।


“ গুরুত্বপূর্ণ এই পোষ্টটি শেয়ার করলে হয়তো অনেকই জানতে ও আমল করার সুযোগ পাবে। ভাই ও বোনেরা দয়া করে পোষ্টটা শেয়ার করুন ”