১. পলাতক ক্রীতদাস,
২. এমন স্ত্রী, যার স্বামী তার উপর রাগ
করে আছে,
৩. এমন ইমাম, যার ইমামতী অধিকাংশ
লোকে পছন্দ করে না ।
রাসূলুল্লাহ (সা:) বলেন, তিন ব্যক্তির
নামাজ তাদের কান অতিক্রম করে না;
পলাতক ক্রীতদাস, যতক্ষণ না সে ফিরে
এসেছে, এমন স্ত্রী যার স্বামী তার উপর
রাগান্বিত অবস্থায় রাত্রিযাপন
করেছে এবং সেই সম্প্রদায়ের ইমাম,
যাকে লোকে অপছন্দ করে । (তিরমিযী,
হাকেম, সিলসিলাহ সহীহা)
৪. এমন লোক, যে কোন গণকের কাছে
ভাগ্য ও ভবিষ্যত জানার আশায় গণককে
'ইলমে গায়েবর মালিক' মনে করে হাত
দেখায় । (সহীহুল মুসলিম)
৫. শারাবী, মদ্যপায়ী ।
রাসূল (সা:) বলেন, "আমার উম্মতের যে
ব্যক্তি মদ পান করবে, আল্লাহ্ তার ৪০ দিন
নামাজ কবুল করবেন না ।" (নাসাঈ)
৬. এমন নামাজী, যে নামাজ পড়ে কিন্তু
নামাজে চুরি করে । অর্থাৎ ঠিকমতো
রূকু-সিজদাহ করে না ।
৭. এমন ব্যক্তি, যে আজান শুনেও বিনা
ওজুরে মসজিদের জামাতে শরীক হয় না ।
৮. এমন মহিলা, যে আতর বা সুগন্ধি মেখে
মসজিদের উদ্দেশ্যে বের হয় ।
৯. পিতা-মাতার অবাধ্য সন্তান ।
১০. দান করে খোটাদানকারী ব্যক্তি ।
১১. তাকদীর (ভাগ্য) অস্বীকারকারী ।
বই: সালাতে মুবাশশির
Comments
Post a Comment