আসসালামু আলাইকুম।
প্রীয় ভাই,
আমরা যে 'ইংরেজি সাল' ব্যবহার করি তা মোটেও 'ইংরেজি' নয়; বরং তা খৃষ্টধর্মীয় । যীশুখৃস্টের< ;জন্মের প্রয় ১৬০০ বৎসর পরে ১৫৮২ খৃস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরী তৎকালে প্রচলিত প্রাচীন রোমান& জুলিয়ান ক্যালেন্ডার (Julian calendar) সংশোধন করে যীশুখৃস্টের জন্মকে সাল গণনার শুরু&;">ধরে এ পঞ্জিকা প্রচলন করেন, যা গ্রেগারীয়ান ক্যালেন্ডার (Gregorian calendar) ও খৃষ্টীয়ান ক্যালেন্ডার (Christian calendar) নামে পরিচিত। যীশুখৃষ্টকে প্রভু ও উপাস্য হিসেবে বিশ্বাসের ভিত্তিতে এতে বৎসরকে বলা হয় আন্নো ডোমিনি (anno domini) বা এ.ডি.। এর অর্থ আমাদের প্রভুর বৎসরে। প্রীয় ভাই , শুধু জাগতিক প্রয়োজনেই নয়, জীবনের সকল কিছুই আমরা এ খৃষ্টধর্মীয় পঞ্জিকা অনুসারে পালন করি । খৃষ্টধর্মীয় 31st Night পালন করে খৃষ্টানদের অন্তর্ভুক্ত হবেন না বর্জন করে মুসলিম থাকবেন সেটা আপনার উপরেই নির্ভর করে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ও সঠিক পথে পরিচালিত করুন ।
তথ্য সূত্রঃ
خطبات الإسلام
প্রীয় ভাই,
আমরা যে 'ইংরেজি সাল' ব্যবহার করি তা মোটেও 'ইংরেজি' নয়; বরং তা খৃষ্টধর্মীয় । যীশুখৃস্টের< ;জন্মের প্রয় ১৬০০ বৎসর পরে ১৫৮২ খৃস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরী তৎকালে প্রচলিত প্রাচীন রোমান& জুলিয়ান ক্যালেন্ডার (Julian calendar) সংশোধন করে যীশুখৃস্টের জন্মকে সাল গণনার শুরু&;">ধরে এ পঞ্জিকা প্রচলন করেন, যা গ্রেগারীয়ান ক্যালেন্ডার (Gregorian calendar) ও খৃষ্টীয়ান ক্যালেন্ডার (Christian calendar) নামে পরিচিত। যীশুখৃষ্টকে প্রভু ও উপাস্য হিসেবে বিশ্বাসের ভিত্তিতে এতে বৎসরকে বলা হয় আন্নো ডোমিনি (anno domini) বা এ.ডি.। এর অর্থ আমাদের প্রভুর বৎসরে। প্রীয় ভাই , শুধু জাগতিক প্রয়োজনেই নয়, জীবনের সকল কিছুই আমরা এ খৃষ্টধর্মীয় পঞ্জিকা অনুসারে পালন করি । খৃষ্টধর্মীয় 31st Night পালন করে খৃষ্টানদের অন্তর্ভুক্ত হবেন না বর্জন করে মুসলিম থাকবেন সেটা আপনার উপরেই নির্ভর করে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন ও সঠিক পথে পরিচালিত করুন ।
তথ্য সূত্রঃ
خطبات الإسلام
تأليف: دكتور خوندكار أبو نصر محمد عبدالله جهانغير
دكتوراه من جامعة الإمام محمد بن سعود الإسلامية بالرياض
و أستاذ مشارك بالجامعة الإسلامية، كوشتيا، بنغلاديش
Comments
Post a Comment