আল্লাহর রাসূল (স.)- এর নিকট ওয়াহ্য়ীর সূচনা কীরূপ ছিল
মহামহিম আল্লাহ্র বাণীঃ “নিশ্চয় আমি আপনার প্রতি ওয়াহী প্রেরণ করেছি যেমন নূহ ও তাঁর পরবর্তী নাবীদের প্রতি ওায়াহ্য়ী প্রেরণ করেছিলাম।”
১. ইমাম বুখারী বলেন, আমাদেরকে হাদীস বর্ণনা করেছে হুমায়দী আবদুল্লাহ বিন্ যুবাইর, তিনি বলেন, আমাদের হাদীস বর্ণনা করেছেন মুদইয়ান, তিনি বলেন, আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন ইয়াহ্ইয়া বিন্ সাঈদ আল-আনসারী, তিনি বলেন, মুহাম্মাদ বিন্ ইব্রাহীম আত্-তায়মী আমাকে খবর দিয়েছেন, তিনি আলকামাহ বিন্ ওয়াক্কাছ আল-লায়সীর নিকট শুনেছেন। তিনি বলেনঃ আমি ‘উমার ইবনুল খাত্তাব (র) কে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি। তিনি বলেনঃ আমি রাসুলুল্লাহ (স)-এর নিকট শুনেছি, তিনি বলেনঃ প্রত্যেক কাজের ফলাফল নিয়্যাতের উপর নির্ভরশীল। আর প্রত্যেক ব্যক্তির জন্য সেটাই রয়েছে যেটার সে নিয়্যাত করে। কাজেই যে দুন্য়া উপার্জনের জন্য অথবা কোন নারীকে বিবাহের জন্য হিজরাত করে তাঁর হিজরাত ঐ উদ্দেশ্যেই হবে, যে উদ্দেশ্যে সে হিজরাত করেছে।
তাখরীজঃ বুখারীঃ ৫৪,২৫২৯, ৩৮৯৮, ৫০৭০, ৬৬৮৯, ৬৯৫৩; মুসলিমঃ ৫০৩৬; আবূ দাউদঃ ২২০৩; তিরমিযীঃ ১৭৪৮; দারাকুতনীঃ ১৩৪; নাসাঈঃ ৭৫, ৩৪৫০, ৩৮১০; আহমাদঃ ১৭০, ৩০৭।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারী রাবীঃ উমর ইবনুল খাত্তাব (রাঃ
Comments
Post a Comment