সম্পর্কের মুল স্তম্ভ বিশ্বাস

 সম্পর্কের মুল স্তম্ভ বিশ্বাস 
 বিশ্বাস শব্দটা বড় গোলমেলে৷একবার ভেঙে গেলে ফিরিয়ে আনা সত্যিই কষ্টকর, তবে একেবারে অসম্ভব নয়৷একটু চেষ্টা করলে আপনিও পারবেন৷

১. কোনো মিথ্যা কথা, ভুল বোঝাবুঝির জন্য আপনার প্রেমিকের যদি বিশ্বাস ভাঙে, তাহলে প্রথমে নিজেকে প্রশ্ন করুন কেন সেই পরিস্থিতির উদ্ভব হয়েছিল৷ তারপর বদলান নিজের মানসিকতা, স্বভাব৷ একদিনে হবে না কিন্তু ক্রমশ প্রেমিককে বোঝাতে হবে, আপনি আর আগের মতো নেই৷ আপনার মুখের ভাব আর মনের কথায় যেন কোনো অসামঞ্জস্য ফুটে না ওঠে৷পরিবর্তনগুলো প্রতিদিন চালিয়ে যেতে হবে৷

২. দোষ যদি আপনার হয় মানে আপনার কাজ, মানসিকতার জন্য অনেকেই আপনার ওপর থেকে বিশ্বাস হারিয়েছে, তাহলে আপনাকে থাকতে হবে শান্ত ও সংযত৷ যদিও এটা খুব একটা সহজ নয়৷উল্টোদিক থেকে এটাও ভাবুন আপনার কৃতকর্মের জন্য রাতারাতি কারওর পক্ষেই আপনাকে ক্ষমা করে বিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব নয়৷তাই শান্ত রেখে অযথা উত্তেজিত হওয়া, স্ক্যান্ডাল ছড়ানোর মতো ব্যাপারগুলো বন্ধ করুন৷
৩. আপনার ওপর থেকে সঙ্গী বা সঙ্গীনীর বিশ্বাস হারিয়ে গেলে , তা ফিরিয়ে আনতে কয়েক সপ্তাহ বা মাসখানেক সময় দিন৷দুদিন ভালো ব্যবহার করে যদি বার বার তাকে জিজ্ঞেস করতে থাকেন, আপনি কতটা পাল্টেছেন, তাহলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে৷

৪. ছেলে হোক বা মেয়ে দোষ যে পক্ষেরই হোক, আই অ্যাম স্যরি বলার মধ্যে কিছু দোষ নেই৷ কারণ আপনার সঙ্গীটিও দেখতে চান, আপনি কতটা আন্তরিক পুরো ব্যাপারটা সামলে অন্যের বিশ্বাসভাজন হতে চান৷

৫. আপনাদের দুজনের মধ্যে ইমোশনাল টাচআপের কাজ করতে পারে স্বচ্ছতা৷ বিশেষ করে ঝগড়ার সময় কোনও বেঁফাশ কথা মুখ দিয়ে বের করেও কথা ঘুরিয়ে বা মিথ্যে কথা বলে তা চাপা দেওয়ার চেষ্টা করবেন না৷ খোলামেলা আলোচনা করুন৷ আপনার ওপর সঙ্গীর বিশ্বাস থাকবে৷

৬. নিজের বিশেষ কিছু সমস্যাকে যেগুলো একান্তই ব্যক্তিগত বা আপনাদের দুজনের সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় অন্য কারওর সঙ্গে আলোচনা করবেন না৷ সঙ্গীর বিশ্বাস আর মনোবল দুই-ই এতে নষ্ট হয়ে যাবে৷ আর মনে রাখবেন সম্পর্কে স্বচ্ছতা রাখতে হবে বলেই, সব সময় অপরজনকে সমস্যার কথা বলে গেলে সে বিরক্ত হবেই৷

৭. কোনো ভুল বোঝাবুঝি, মিথ্যে আশ্বাস বা অন্য কোনও কারণে একান্তই যদি আপনাদের সম্পর্কটা আর জোড়া না লাগে , তাবে সেটাই মেনে নিন৷ অযথা অন্যজনের নামে কুৎসা রটাবেন না৷ বরং এবারের ভুলগুলো থেকে শিক্ষা নিন, কীভাবে ভবিষ্যতে সততা আর শ্রদ্ধার ভিত্তিতে তৈরি হতে পারে সম্পর্ক৷

Comments