জেনে নিন, যে ৭টি কারনে পুরুষরা নারীদের সাথে বিশ্বাসঘাতকতা করে !

couple-2
নিউজ ডেস্ক : অনেক কারণই রয়েছে৷ কোনও পুরুষ তো আর একদিনে বিশ্বাসঘাতকতা করেন না৷ এমনকী সঙ্গীর বিশ্বাসঘাতকতাও ডেকে আনে পুরুষের জীবনে বিশ্বাসঘাতক হওয়ার মতো সমস্যা৷আসুন জেনে নিই বিশেষজ্ঞদের দৃষ্টিতে পুরুষরা কেন বিশ্বাসঘাতকরতা করেন তার প্রধান কয়েকটি কারণ৷ কলকাতার কয়েকজন নামী মনোবিদের সঙ্গে আলোচনা করেই এই প্রতিবেদন-
১) বাড়িতে প্রতিদিন বউয়ের সঙ্গে ঝগড়া কারওরই পছন্দ হয় না৷আর এই অবস্থায় নয় সে ঝগড়া করবে নয়তো বাইরে অন্য সঙ্গীর সমাধান করবে৷ দ্বিতীয় পন্থাটাই বেছে নেওয়া সহজ৷ কারণ এতে অন্তত কিছুক্ষণের জন্য হলেও ঝামেলা থেকে মুক্তি মিলবে৷
২) অনেকের কাছেই বিবাহিত জীবনের একঘেয়েমির সঙ্গে প্রতিদিন মানিয়ে চালাটা বিরক্তিকর হয়ে ওঠে৷তাই বাইরের নতুন সম্পর্কের দিকে সহজেই তারা আকৃষ্ট হয়ে পড়েন৷ফলে একটা তরতাজা অনুভূতিতে সর্বক্ষণই সে ভরপুর থাকে৷
৩) অনেকে আবার নিজের স্ত্রী-এর সঙ্গে সহবাস করতে করতে ক্লান্ত হয়ে পড়েন৷ একই পরিবেশ, বিছানা তাদের কাছে ক্রমশ একঘেয়ে হয়ে ওঠে৷ এমতাবস্থায় নিত্যনতুন সঙ্গীর সন্ধানে থাকতে থাকতে কোনও সময় তাদের চট করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে যাওয়া কোনও অস্বাভাবিক ঘটনা নয়৷
৪) সমীক্ষায় দেখা গিয়েছে, যেসব স্বামীরা স্ত্রীকে প্রতারিত করেন, তারা ভীষণরকম আবেগপ্রবণ হন৷ ক্ষেত্রবিশেষে মানসিকভাবে একাও৷হয়তো স্ত্রী সন্তানের দেখভাল বা বাড়ির কোনও কাজে বেশিই ব্যস্ত৷ সেই অবসরে এদের জীবনে প্রবেশ করেত পারেন দ্বিতীয় নারী৷
৫) অনেকের ক্ষেত্রে তাদের অতীত অভিজ্ঞতা থাকে ভয়ঙ্কর৷ কারওর মা বা বাবার সঙ্গে যদি আগে এরকম ঘটনা হয়ে থাকে, তাহলে সম্পর্ক ও বিশ্বাসের উপর থেকে তাদের আস্থা উঠে যায়৷ আর ছোটবেলায় ঘটা এই ঘটনার ফলে ভবিষ্যৎ জীবনে তারাও ক্রমশ হয়ে ওঠেন বিশ্বাসঘাতক৷
৬) কোনও সময় স্ত্রী বা প্রেমিকা যদি বিশ্বাসঘাতকতা করে, তাহলেও পুরুষমানুষের ক্ষেত্রে পরবর্তীজীবনে বিশ্বাসঘাতক হয়ে ওঠা খুব একটা বিচিত্র নয়৷ অনেকটা বদলা নেওয়ার মানসিকতা কাজ করে এক্ষেত্রে৷
৭) নিজের গুরুত্ব আর আইডেনটিটি প্রতিটি মানুষের কাছেই খুবই গুরুত্বপূর্ণ৷ যখন কেউ উপলব্ধি করে স্ত্রীয়ের কাছে তার আর কোনও গুরুত্ব নেই, তখন সে এমন কাউকে মনে মনে খুঁজতে থাকে, না তো সে শুধু তাকে গুরুত্ব দেবে৷ বরং তাকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে শ্রদ্ধাও করবে৷

Comments