আসুন জেনে নিই “মানব আত্নার আধ্যাত্মিক মৌলিক কিছু রোগ” ঃ-
১. শিরকঃ অংশীদার, অংশ, ভাগ।
২. কুফরঃ অস্বীকার, অবিশ্বাস, অমান্যতা, অকৃতজ্ঞতা।
৩. নাফাক্ঃ সুড়ঙ্গ, গর্ত, ফাঁক, ছিদ্র।
৪. যুলমঃ অত্যাচার, অবিচার, নিপীড়ন, উৎপীড়ন, নির্যাতন।
৫. কিবরঃ অহংকার, বড়ত্ব, মর্যাদা, গর্ব, অহমিকা, বড়াই।
৬. হাসাদঃ পরশ্রীকাতরতা, হিংসা, ঈর্ষা।
৭. বুগদঃ ঘৃণা, অবজ্ঞা, অপছন্দ।
৮. গীবাহ্ঃ পরনিন্দা, পরোক্ষেনিন্দা, কুৎসা।
৯. বুখুলঃ কৃপণতা, কার্পণ্য।
১০. হিরছ্ঃ লোভ, লালসা, লিস্পা, কামনা।
১১. রাআাঃ লোক দেখানোর জন্যে করা, প্রদর্শন করা, ভান করা, কপটতা।
১২. খিদা’ঃ ধোঁকা, প্রতারনা, প্রবঞ্চনা, ঠগবাজি, ছল, কৌশল।
১৩. ইত্তিবাউল হাওয়া ঃ প্রবৃত্তির অনুসরণ।
১৪. গদব্ঃ রাগ, ক্রোধ, রোষ।
১৫. জাহালঃ মুর্খতা,অজ্ঞাতা, নির্বুদ্ধিতা।
১৬. তাকলীদিল আবাঃ বাপ-দাদার অনুসরণ।
১৭. কিযবঃ মিথ্যা, অসত্য।
১৮. বিদ্আহ্ঃ নতুনত্ব, নতুনমত।
২. কুফরঃ অস্বীকার, অবিশ্বাস, অমান্যতা, অকৃতজ্ঞতা।
৩. নাফাক্ঃ সুড়ঙ্গ, গর্ত, ফাঁক, ছিদ্র।
৪. যুলমঃ অত্যাচার, অবিচার, নিপীড়ন, উৎপীড়ন, নির্যাতন।
৫. কিবরঃ অহংকার, বড়ত্ব, মর্যাদা, গর্ব, অহমিকা, বড়াই।
৬. হাসাদঃ পরশ্রীকাতরতা, হিংসা, ঈর্ষা।
৭. বুগদঃ ঘৃণা, অবজ্ঞা, অপছন্দ।
৮. গীবাহ্ঃ পরনিন্দা, পরোক্ষেনিন্দা, কুৎসা।
৯. বুখুলঃ কৃপণতা, কার্পণ্য।
১০. হিরছ্ঃ লোভ, লালসা, লিস্পা, কামনা।
১১. রাআাঃ লোক দেখানোর জন্যে করা, প্রদর্শন করা, ভান করা, কপটতা।
১২. খিদা’ঃ ধোঁকা, প্রতারনা, প্রবঞ্চনা, ঠগবাজি, ছল, কৌশল।
১৩. ইত্তিবাউল হাওয়া ঃ প্রবৃত্তির অনুসরণ।
১৪. গদব্ঃ রাগ, ক্রোধ, রোষ।
১৫. জাহালঃ মুর্খতা,অজ্ঞাতা, নির্বুদ্ধিতা।
১৬. তাকলীদিল আবাঃ বাপ-দাদার অনুসরণ।
১৭. কিযবঃ মিথ্যা, অসত্য।
১৮. বিদ্আহ্ঃ নতুনত্ব, নতুনমত।
আল্লাহ্ তা’য়ালার নিকট সকাতরে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের সকলকে এ রোগ গুলি থেকে মুক্তি দান করেন। আমীন।
Comments
Post a Comment