সারাদেশ বিদ্যুৎবিচ্ছিন্ন

শনিবার, ০১ নভেম্বর ২০১৪ ১২:২৫

সারাদেশ বিদ্যুৎবিচ্ছিন্ন

বিদ্যুৎ সারাদেশ বিদ্যুৎবিচ্ছিন্নঢাকা: রাজাধানী ঢাকাসহ সারাদেশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার সকাল থেকেই বিভিন্ন এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে বিদ্যুৎ ব্যবস্থা আবার স্বাভাবিক হবে বলে মাইকিং করে জানানো হয়েছে।
পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) গণসংযোগ সেলের পরিচালক সাইফুল ইসলাম বাংলামেইলকে বলেন, ‘ভারত থেকে আনা বিদ্যুৎ সঞ্চালনে সমস্যা দেখা দেয়ায় সারাদেশ বিদ্যুৎবিচ্ছিন্ন। এর সমাধানে দ্রুত কাজ চলছে। ইতিমধ্যে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র চালু হয়ে গেছে।’
এদিকে বিদ্যুৎ না থাকায় সারাদেশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে জানা গেছে কোথাও বিদ্যুৎ নেই। ইতোমধ্যে ইন্টারনেট ব্যবস্থাও নাজুক হয়ে পড়ায় সংবাদকর্মীদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।
রাজধানীর উত্তরা, ধানমণ্ডি, কাঁঠালতলা, কলাবাগান, জিগাতলা, নিউমার্কেট, আজিমপুর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, তোপখানা রোড, পুরানা পল্টন, নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, মৌচাক, বাংলামোটর, পরিবাগ, শাহবাগ, কারওয়ান বাজার, রাজাবাজার, ফার্মগেট, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়াসহ বিভিন্ন এলকায় ফোন করে জানা গেছে, কোথায়ও বিদ্যুৎ নেই।

Comments